Press ESC to close

রোজার নিয়ত সংক্রান্ত কয়েকটি মাসআলা

Post Updated at 7 Apr, 2023 – 11:56 AM

  1. রোজার নিয়ত করা ফরয। নিয়ত অর্থ সংকল্প। যেমন মনে মনে এ সংকল্প করবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কালের রোজ রাখছি। মুখে উচ্চারণ করে আরবিতে বা বাংলায় নিয়ত করা জরুরি নয়। হাদীস শরীফে আছে, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। সহীহ বুখারী ১/২; বাদায়েউস সানায়ে ২/২২৬
  2. ফরয রোজার নিয়ত আগের রাতেই করা উত্তম। -সুনানে আবু দাউদ, ২৪৫৪, বাদায়েউস সানায়ে ২/২২৯
  3. তবে রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য ঢলার প্রায় এক ঘণ্টা আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। -সহীহ বুখারী ২০০৭, বাদায়েউস সানায়ে ২/২২৯
  4. পুরো রমযানের জন্য একত্রে নিয়ত করা যথেষ্ট নয়; বরং প্রত্যেক রোজার নিয়ত পৃথক পৃথকভাবে করতে হবে। কারণ প্রতিটি রোজা ভিন্ন ভিন্ন আমল (ইবাদত)। আর প্রতিটি আমলের জন্যই নিয়ত করা জরুরি। -সহীহ বুখারী ১/২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৫
  5. রাতে রোজার নিয়ত করার পরও সুবহে সাদিক পর্যন্ত পানাহার ও স্ত্রী-মিলন করা যাবে। এতে নিয়তের কোনো ক্ষতি হবে না।  আল্লাহ তাআলা ইরশাদ করেছেন- أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ রমযানের রাতে তোমাদের জন্য স্ত্রীসম্ভোগ হালাল করা হয়েছে।-বাকারা ২ : ১৮৭
  6. নিয়তের সময় শুরু হয় আগের দিনের সূর্যাস্তের পর থেকে। শনিবারের রোজার জন্য শুক্রবার সূর্যাস্তের পর নিয়ত করতে হবে। এর আগে নিয়ত করলে তা যথেষ্ট হবে না। কেননা, হাদীস শরীফে রাতে নিয়ত করার কথা বলা হয়েছে।-আলমুহীতুল বুরহানী ৩/৩৪৩; রদ্দুল মুহতার ২/৩৭৭

উপরোক্ত মাসআলাগুলোসহ রোজার আরও মাসআলা দলিলসহ জানতে মাসিক আলকাউসার পত্রিকার এই লেখাটি পড়তে পারেন।

মাওলানা শিব্বীর আহমদ

উসতাযুল হাদীস, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদপুর। মাসিক আলকাউসারসহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। তাঁর লিখিত বইও পাঠক মহলে নন্দিত হয়েছে। তিনি মুসলিমস ডে অ্যাপের শরয়ী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Comments (1)

  • Md.Mubarok Hossainsays:

    November 1, 2024 at 6:55 AM

    আল্লাহ তা’আলা সবাইকে হেদায়েত দান করুক আমিন 🤲🤲🤲

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ২,০১৪,৬৩৪

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন