Post Updated at 8 Apr, 2023 – 7:32 PM

আমাদের অ্যাপের সেটিংস অপশনে বেশ কিছু কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে। আপনি চাইলে সেটিংসগুলো পড়ে, বুঝে নিজের মত অ্যাপটিকে সাজিয়ে নিতে পারেন।

অ্যাপের একটি ফিচার হচ্ছে: সাহরি-ইফতারের সময়ের কার্ডটিকে স্ক্রিনের উপরের দিকে দেখানো। সেক্ষেত্রে অ্যাপের হোমপেজ স্ক্রল করা ছাড়াই আপনি সাহরি ও ইফতারের সময় দেখতে পাবেন। এজন্য নিচের স্টেপগুলো ফলো করুন:

 

  1. মেনু অপশনে ক্লিক করুন
  2. সেটিংস অপশনে যান
  3. সেটিংস পেজের ৩ নম্বার অপশনে ক্লিক করুন
  4. দুটি ছবি দেখানো হবে। সেখান থেকে ২য় অপশনটির রেডিও বাটন সিলেক্ট করুনযেভাবে হোমপেজে সাহরি ও ইফতারের সময়ের কার্ডটি উপরের দিকে উঠানো যায়

ব্যস! অ্যাপের হোমপেজে এখন থেকে সালাতের সময় দেখানোর পরপরই সাহরি-ইফতারের সময় দেখাবে। যে কোনো সময় চাইলে এই সেটিংসটি আবার পরিবর্তন করে নিতে পারবেন।

Comments
  1. উপরের ব্যাক্যের সাথে আমি একমত পোষণ করছি,

  2. শিক্ষার জন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাম্প্রতিক পোস্ট সমূহ
ক্যাটাগরি সমূহ
ট্যাগ সমূহ
error: অনুগ্রহ করে লেখাটি কপি করবেন না। লিংক শেয়ার করুন। ধন্যবাদ