শুরু হলো নতুন হিজরি সন ১৪৪৫। হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস মুহাররম। যা চারটি সম্মানীত মাসের মধ্যে অন্যতম। হাদীস শরীফে এই মাসকে “শাহরুল্লাহ” বা “আল্লাহর মাস” হিসাবে উল্লেখ করা হয়েছে। মুহাররম মাস ও আশুরা (১০ মুহাররম) এর গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। নবীজি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম থেকে মুহাররম ও আশুরার অনেক ফজিলত ও গুরুত্ব বর্ণিত রয়েছে। অপরপক্ষে আমাদের সমাজে এই মাস ও আশুরা বিষয়ে অনেক ভুল ধারনা, কুসংস্কার ও বিদআত প্রচলিত আছে।
মুহাররম ও আশুরা সম্পর্কে কুরআন-হাদীসের বিশুদ্ধ উৎস থেকে জ্ঞানার্জন এবং সমাজে প্রচলিত ভুলগুলো থেকে মুক্ত থাকার উদ্দেশ্যে মুসলিমস ডে অ্যাপ থেকে আয়োজন করা হচ্ছে একটি কুইজ প্রতিযোগিতা। ইনশাআল্লাহ, এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে মুহাররম ও আশুরা সম্পর্কে সকলের একটি স্বচ্ছ ধারনা লাভ হবে।
কুইজের রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন
রেজিস্ট্রেশন করতে কোনো রেজিস্ট্রেশন ফী প্রদান করতে হবে না। এটি সম্পূর্ণ ফ্রী একটি প্রতিযোগিতা। প্রথম অন্তত ৫০ জনকে পুরষ্কার দেয়া হবে ইনশাআল্লাহ।
মুহাররম ও আশুরা কুইজের সিলেবাস
মুসলিমস ডে ব্লগে মুহাররম ও আশুরা বিষয়ে কয়েকটি প্রবন্ধ পোস্ট হয়েছে। এই ব্লগপোস্টগুলো থেকে কুইজের প্রশ্ন হবে।
মুহাররম ও আশুরা কুইজের প্রবন্ধগুলোর PDF ফাইল ডাউনলোড করতে ক্লিক করুন
পিডিএফ না পড়ে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকেও লেখাগুলো পড়তে পারেন। ব্লগপোস্টগুলোর শিরোনাম ও লিংক নিচে তুলে ধরা হলো:
- মুহাররম মাস: ফজিলত ও আমল
- ইতিহাসের আলোকে মহিমান্বিত আশুরা
- আশুরার রোজার ফজিলত
- মুহাররম শোকের মাস নয়
- শিয়াদের তাজিয়া মিছিল ও শোক প্রকাশ: ইসলামী দৃষ্টিকোণ
প্রবন্ধগুলো লিখেছেন ও সম্পাদনা করেছেন মুসলিমস ডে অ্যাপের শরয়ী সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ। উসতাযুল হাদীস, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদপুর। এছাড়াও তিনি আমাদের এই কুইজ প্রতিযোগিতার প্রশ্ন প্রণয়ন ও পরীক্ষকের দায়িত্বও পালন করছেন।
কুইজে অংশগ্রহনের লিংক
কুইজের নির্ধারিত সময়ে এখানে ক্লিক করে প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। (এখন এই লিংকটি প্র্যাক্টিসের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে)
কুইজ প্রতিযোগিতার সময়সূচী
তারিখ: ২৯ জুলাই ২০২৩, শনিবার
সময়: 9:15 PM – 10:15 PM (Bangladesh time)
কুইজের রেজাল্ট:
কুইজের সমাধান:
কুইজের নিয়মাবলী
- মুহাররম ও আশুরা কুইজ প্রতিযোগিতা ২০২৩ সকলের জন্য উন্মুক্ত।
- কুইজে অংশগ্রহন করার জন্য কোনো রেজিস্ট্রেশন ফী পরিশোধ করতে হবে না।
- অনলাইনে গুগল ফরমের মাধ্যমে MCQ পদ্ধতিতে কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। গুগল ফরমটি ওপেন করার জন্য আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগিন করতে হবে। তাই আগে থেকে আপনার ফোনে/কম্পিউটারে জিমেইলে লগিন করে রাখুন।
- একজন প্রতিযোগি একবারই গুগল ফরম সাবমিট করতে পারবেন। একজন একাধিকবার ভিন্ন ভিন্ন ইমেইল দিয়ে ফরম সাবমিট করলে তা প্রতারণা বলে গণ্য হবে।
- কুইজ চলাকালীন সময়ে উপরের প্রবন্ধগুলো বা অন্য কোনো বই পুস্তকের সহায়তা নেয়া যাবে।
- নির্দিষ্ট সময়ের পরে কোনো ফরম সাবমিট করা যাবে না।
- সর্বনিম্ম সময়ে সর্বাধিক সঠিক উত্তর দাতাদের ক্রম অনুযায়ী স্কোর বোর্ড বানানো হবে। উদাহরণ স্বরূপঃ ৫০০ জন প্রতিযোগির প্রত্যেকেই যদি ১০০ এর মধ্যে ১০০ পান। তাহলে বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখব কোন প্রতিযোগি সবার আগে উত্তর সাবমিট করেছেন। উদাহরন স্বরূপ, ৯:২০ এ যিনি সাবমিট করে ১০০ পেয়েছেন, তিনি ৯:২১ এ সাবমিট করে ১০০ পাওয়া প্রতিযোগির চেয়ে এগিয়ে থাকবেন।
- প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে স্কোরবোর্ডের প্রথম অন্তত ৫০ জনকে পুরষ্কার দেয়া হবে। পরবর্তীতে এই সংখ্যাটি বাড়তে পারে।
- পুরষ্কার পৌঁছানোর জন্য সকল প্রতিযোগির নাম, ফোন ও ঠিকানা সঠিক ভাবে দিতে হবে। অন্যথায় পুরষ্কারের জন্য মনোনীত হবে না।
- বাংলাদেশের দেশের বাইরে থেকে কেউ চাইলে কুইজে অংশ নিতে পারেন। তবে আমরা দেশের বাইরে পুরষ্কার পাঠাতে অপারগ। আপনার পক্ষ থেকে বাংলাদেশের কেউ পুরষ্কার গ্রহন করতে চাইলে তার ঠিকানা ও ফোন নাম্বার দিতে হবে।
- কুইজের ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিজয়ীদের তালিকা প্রকাশ করা হবে ৩০ জুলাই রাত ১১টার মধ্যে। এই সময়ের মধ্যে সবার নিজ নিজ ইমেইলেও কুইজের রেজাল্ট পৌঁছে যাবে। ইমেইল থেকে দেখা যাবে আপনি কত নাম্বার পেয়েছেন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরও মেইলে পৌঁছে যাবে।
FAQ
- এই কুইজের জন্য রেজিস্ট্রেশন করা যাবে কুইজ শেষ হওয়ার আগ পর্যন্ত।
- কুইজের জন্য প্রবন্ধগুলোতে থাকা কোনো রেফারেন্স মুখস্থ করতে হবে না।
- কুইজে ২০-৩০টি MCQ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের ৩টি সম্ভাব্য উত্তর থাকবে। সেখান থেকে সঠিক উত্তর সিলেক্ট করতে হবে।
- কুইজ চলাকালীন সময়ে যে কোনো মুহূর্তে ফরম সাবমিট করা যাবে। এই সময়ের মাঝে যতক্ষণ ইচ্ছা সময় নেয়া যাবে। তবে যত দেরিতে সাবমিট করবেন তত পিছিয়ে থাকবেন।
- কুইজটি ওপেন বুক এক্সামের মত। যে কোনো জায়গা থেকে হেল্প নিতে পারবেন।
আরো কোনো বিষয়ে জানতে পোস্ট করতে পারেন কুইজের ফেসবুক ইভেন্টে।
কুইজ বিষয়ক যে কোনো বিষয়ে মুসলিমস ডে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। মুসলিমস ডে কর্তৃপক্ষ কুইজের যে কোনো নিয়মে পরিবর্তন, পরিমার্জনের অধিকার সংরক্ষণ করে।