Post Updated at 21 Mar, 2023 – 9:31 PM
মুসলিমস ডে অ্যাপ একটি ব্যক্তিগত পর্যায়ে পরিচালিত অ্যাপ। এটি একটি স্বেচ্ছাসেবামূলক এবং অলাভজনক প্রজেক্ট। এই অ্যাপের নিয়মিত ডেভেলপমেন্ট হয়ে থাকে অনেকটা স্বেচ্ছাসেবার ভিত্তিতে। তাই ইচ্ছা থাকলেও আমরা অনেক বেশি ফিচার নিয়ে কাজ করতে পারি না।
আমাদের অ্যাপে সম্পূর্ণ কুরআন রিডিং পড়ার ব্যবস্থা নাই। কুরআনের তাফসীর পড়ার সুযোগ নাই। হাদীসের কিতাব পড়ার সুযোগ নাই। এগুলোর পিছনে প্রথম কারণ হচ্ছে আমাদের আর্থিক ও কারিগরি সক্ষমতার অভাব। দ্বিতীয় কারণটি হচ্ছে উপরের এই বিষয় নিয়ে আলাদা স্বতন্ত্র অ্যাপ রয়েছে। একই বিষয়ে অন্যান্য প্রতিষ্ঠান যেখানে এত এফোর্ট দিচ্ছেন। আবার নতুন করে আমরা সেই কাজগুলোতে সময় ও শ্রম দিতে চাচ্ছি না।
কুরআন রিডিং পড়ার ফিচারটা দিতে চাইলে এর সাথে অনেক অনেক ফিচার নিয়ে কাজ করতে হবে। ভিন্ন ফন্টে পড়ার সুযোগ, বুকমার্কের সুযোগ, অফলাইনে পড়ার সুযোগ। ইত্যাদি ফিচারগুলো না থাকলে কুরআন রিডিং পড়ার ফিচারটি স্বয়ংসম্পূর্ণ হবে না। এটি আসলে আলাদা একটি অ্যাপ হওয়ার দাবীদার। এক অ্যাপের মাঝে আরেকটি অ্যাপকে ফিচার হিসাবে দেয়াটা একটু কঠিন কাজই বটে।
একই রকম ভাবে তাফসীরের বিভিন্ন কিতাব অ্যাপে যোগ করা। সেগুলোর বিশুদ্ধতা যাচাই করা। প্রয়োজনীয় সকল ফিচার সহ ডেভেলপ করার ক্যাপাবিলিটি আমাদের নাই। যে পরিমাণ ফিচার তাফসীরের জন্য দরকার, সেটি আলাদা অ্যাপ হওয়াই উচিত। আর তাফসীরের জন্য প্লে স্টোরে প্রচুর অ্যাপ রয়েছে। ঐ একই কাজ আমরা আবার নতুন করে করাটা আমাদের জন্য এখন জরুরি মনে করছি না।
আর একটি অ্যাপে শত শত ফিচার থাকলে সেই অ্যাপের সাইজ বেড়ে যায়। পারফর্মেন্স খারাপ হয়। তখন দেখা যাবে অনেকেই আর অ্যাপটা ব্যবহার করতে আগ্রহী হবেন না। আর এটা তো জানা কথাই যে, কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান সকল বিষয়ের উপর অভিজ্ঞ হয় না। তাই আমরা যদি সকল বিষয় অ্যাপে নিয়ে আসতে চাই তাহলে আমাদের সাধ্যের চেয়ে বেশি বোঝা বহন করার কারণে কাজের কোয়ালিটি খারাপ হবে। ভিন্ন ভিন্ন প্রয়োজনে আমাদের উচিত ভিন্ন ভিন্ন অ্যাপ ব্যবহার করা। একটা অ্যাপের মাঝেই যদি গুগল, ফেসবুক, ইউটিউব সব দিয়ে দেয়া হয়। তাহলে সেই অ্যাপটা কিন্তু আর ব্যবহারযোগ্য থাকবে না। তাই যেই কাজের জন্য যেই অ্যাপটি সেরা, সেই কাজের জন্য সেই অ্যাপটিই ব্যবহার করুন। সকল কাজের চাহিদা একটি অ্যাপের মাধ্যমেই পুরো হওয়া জরুরি নয়।
এসব কারণে আমরা আপাতত অ্যাপে সম্পূর্ণ কুরআন, তাফসীর, হাদীস ইত্যাদি ফিচার যোগ করছি না। তবে আগামীতে যদি আমাদের সেই সামর্থ্য হয়। আমরা যদি কোয়ালিটির ব্যাপারে নিশ্চিত হতে পারে। তখন ইনশাআল্লাহ করা হতে পারে।