636 views
Post Updated at 29 Feb, 2024 – 9:35 PM
সুন্নত মোতাবেক ওজু করার ধারাবাহিক পদ্ধতি
- শুরুতে ওজুর নিয়ত করবে।
- এরপর বিসমিল্লাহ বলে ওজু শুরু করবে।
- প্রথমে উভয় হাতের কব্জি পর্যন্ত তিনবার করে ধুইবে।
- এরপর তিনবার কুলি করবে এবং মেসওয়াক করবে। যদি মেসওয়াক না থাকে তাহলে কাপড় কিংবা শুধু আঙ্গুল দিয়ে হলেও দাঁত পরিষ্কার করবে।
- গরগরা করবে। তবে রোজা অবস্থায় গরগরা না করাই ভালো।
- এরপর তিনবার নাকে পানি দেবে। বাম হাত দিয়ে নাক পরিষ্কার করবে।
- এরপর তিনবার মুখ ধুইবে। ভ্রুর নীচে কিংবা কানের লতির সামনে চেহারার অংশ শুকনো থেকে যেতে পারে। এ জায়গাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে।
- এরপর দাড়ি খেলাল করবে।
- এরপর ডান হাত কনুইসহ তিনবার ধুইবে।
- এরপর বাম হাত কনুইসহ তিনবার ধুইবে। ।
- উভয় হাত ধোয়ার পর এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের মাঝে প্রবেশ করিয়ে খেলাল করবে। হাতের আংটি চুরি ইত্যাদি থাকলে এগুলো নাড়িয়ে ভালোভাবে ভেতরে পানি পৌঁছাতে হবে।
- এরপর সমস্ত মাথা একবার মাসেহ করবে।
- এরপর কান মাসেহ করবে। শাহাদাত (তর্জনি) আঙ্গুল দিয়ে কানের ভেতরের দিক আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাইরের দিক মাসেহ করতে হয়।
- এরপর উভয় হাতের পিঠ দিয়ে ঘাড় মাসেহ করবে। এটা মুস্তাহাব।
- পরে তিনবার টাখনুসহ ডান পা এবং তিনবার টাখনুসহ বাম পা ধুইতে হবে।
- পায়ের আঙ্গুলগুলোও খেলাল করবে।
- ওজু শেষ করে একবার কালেমায়ে শাহাদাত পড়বে। ওজুর শেষে কালেমায়ে শাহাদাত পড়া সুন্নত। সম্ভব হলে আকাশের দিকে তাকিয়ে পড়তে পারলে ভালো।
[সূত্র : সহীহ বুখারী, হাদীস ১৫৯, ১৬৮, ১৮৫, ১৮৬; সুনানে আবু দাউদ, হাদীস ১৬৯, ১৭০; আদদুররুল মুখতার ও রদ্দুল মুহতার, ১/২২৬, ২৩৬, ২৩৭, ২৩৮, ২৪৩, ২৪৭]
Leave a Reply