Post Updated at 16 Mar, 2024 – 7:43 PM
মুসলিমস ডে অ্যাপ থেকে শুধুমাত্র রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশনের সাহরি ইফতারের ক্যালেন্ডার অনুযায়ী সময় দেখা যাবে। রমজান ব্যতীত অন্যান্য সময়ে স্ট্যান্ডার্ড পদ্ধতিতে সাহরি-ইফতার ও নামাজের ওয়াক্ত দেখা যাবে। যেই পদ্ধতি অন্যান্য আন্তর্জাতিক অ্যাপগুলো দেখিয়ে থাকে।
আপনি যদি রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশনের থেকে প্রকাশিত সাহরি-ইফতারের সময়সূচী অনুসরণ করতে চান। তাহলে নিচের উপরের দেখানো ছবির মত কনফিগারেশন সেট করুন। এর জন্য নিচের স্টেপগুলো ফলো করুনঃ
- নিশ্চিত করুন আপনার ফোনের অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে সর্বশেষ ভার্সনে আপডেট করা আছে
- লোকেশন সেটিংস পেজ থেকে আপনার জেলা সিলেক্ট করুন (GPS সিলেক্ট করলে হবে না)
- সেটিংস পেজ থেকে মাজহাব হিসাবে “হানাফী” সিলেক্ট করুন
- সেটিংস পেজে গিয়ে “সাহরি ও ইফতারের সময় কিভাবে নির্ধারন করতে চান?” অপশনে গিয়ে ২য় অপশন “মূল সময়ের সাথে সতর্কতামূলক সময় বিয়োগ ও যোগ করতে চাই” সিলেক্ট করে ৩ মিনিট সেট করুন
- উপরের অপশনের পরের অংশে “ইসলামিক ফাউন্ডেশনের সময় অনুযায়ী” সময় দেখানোর অপশনে টিক দিন
তাই আপনি কোনো কারণে সেটিংস পরিবর্তন করে থাকলে একটা শর্টকাট সিস্টেম হতে পারে এরকমঃ
সেটিংস পেজে গিয়ে ডানপাশের উপরে থাকা “রিসেট” আইকনে ক্লিক করে আপনার অ্যাপের সেটিংসটি রিসেট করে নিন। এরপর লোকেশন সেটিংসে গিয়ে আপনার জেলা সিলেক্ট করুন। ব্যস হয়ে যাবে!
Comments (14)
ইসলামিক ফাউন্ডেশনের সময়ের সাথে মুসলিমস ডে অ্যাপে দেখানো সময়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি? - Muslims Daysays:
March 22, 2023 at 4:07 PM[…] এই পোস্ট থেকে দেখে নিতে পারেন কিভাবে ই…। […]
Md rashedul islamsays:
April 10, 2023 at 6:01 PMআরবি দোয়া গুলি বাংলায় চাই,,আমি আরবি পড়তে পারি না।
Muslims Day Adminsays:
April 10, 2023 at 7:18 PMকী কারণে দুআগুলোর বাংলা উচ্চারণ দেয়া হয় নি সেটা প্রতিটি দুআর পেজে বলা আছে। এখান থেকেও পড়ে নিতে পারেন।
আব্দুল আলিমsays:
September 5, 2023 at 5:47 AMআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
মহান আল্লাহতালা আপনাদের নেক কাজগুলো কবুল করুন
Najmul hudasays:
January 2, 2024 at 6:55 AMমাশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।
এই অ্যাপের মাধ্যমে একজন মুসলমান খুব সহজেই নামায ও রোযার সঠিক সময় সম্পর্কে জানতে পারবেন।
মোঃ রায়হানsays:
March 11, 2024 at 3:20 AMযারা আরবি পড়তে পারেন না তারা যত দ্রুত সম্ভব কুরআন শিখার চেষ্টা করুন
কারণ বাংলায় কোরআন শুদ্ধ হবে না ১০০%
আল কোরআন ভুল পড়ার কোন অপশন নেই তাই সহি সত্যভাবে কোরআন শিক্ষা করুন
মোঃ রায়হানsays:
March 11, 2024 at 3:23 AMআমি সবাইকে বলব সবাই আরবীতে দোয়া এবং সূরা শিখার চেষ্টা করবেন কারণ কোরআন ভুল পড়া যাবে না বাংলায় পড়লে অনেক উচ্চারণ ভুল হয় এর জন্য আপনার গুনাহ হতে পারে তাই সবাই আরবিতে শিখার চেষ্টা করুন 🙏🙏🙏
Md Shakilsays:
March 17, 2024 at 2:29 PMআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।আশা করি আমার কমেন্টের রিপ্লাই দিবেন। অডিও কোরআন তিলাওয়াতের পাশাপাশি কুরআনের বাংলা অর্থ দিলে সবার উপকার হত। ইনশাআল্লাহ
Muslims Day Desksays:
March 17, 2024 at 4:29 PMএই লিংকে গেলে আপনার প্রশ্নের উত্তর পাওয়া যাবে ইনশাআল্লাহ।
Labusays:
March 18, 2024 at 5:07 AMপঞ্চগড় এর ইফতার ও সেহরির শেষ সময় ভুল আছে। অনুগ্রহ করে দেখে ঠিক করে দিবেন
Muslims Day Desksays:
March 18, 2024 at 9:12 AMইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার মিলে না কেন?
আমরা ইসলামিক ফাউন্ডেশনের সময়ের জন্য এই ক্যালেন্ডারের থেকে তথ্য নিয়েছি। অন্য কোনো ক্যালেন্ডারের সাথে তুলনা করলে সময় নাও মিলতে পারে।
লিংক: https://tinyurl.com/ramadan-ifa-2024
ইসলামিক ফাউন্ডেশনের জন্য সেটিংস এনাবল করতে এই লিংকটি ফলো করতে পারেন:
https://muslimsday.com/islamic-foundation-calendar-time/
এরপরেও উপরের ক্যালেন্ডারের সাথে সময় না মিললে কাইন্ডলি স্ক্রিনশট সহ আমাদের জানাবেন। আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।
Sarhansays:
July 18, 2024 at 3:16 PMআপনারা কেনো শুধু রামাদান মাসেই ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী সেহরি–ইফতারির সময় দেখান? অন্যান্য মাসে দেখালেও তো ভালো হয়
Muslims Day Desksays:
July 25, 2024 at 8:04 AMপ্রতি বছর রমজানের আগে ইসলামিক ফাউন্ডেশন ঐ বছরের জন্য সঠিক সময়ের তালিকা প্রকাশ করে। সারা বছরের জন্য “চিরস্থায়ী ক্যালেন্ডার” নামে পরিচিত ক্যালেন্ডারের সময়ের চেয়ে অ্যাপে দেখানো সময় বেশি অ্যাকুরেট। তাই আমরা সারা বছর ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী সময় দেখাই না।
একটা উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে। ফাউন্ডেশনের ক্যালেন্ডারে বলা থাকে ঢাকার সাথে অমুক জেলার সাহরিতে এত মিনিট যোগ করতে হবে এবং ইফতারে এত মিনিট যোগ করতে হবে। এই যে যোগ বিয়োগের সংখ্যাটা, এটা সারা বছর এক থাকে না। ঋতুভেদে এটি পরিবর্তন হয়। জানুয়ারি মাসে ১ মিনিট যোগ করলে হতে পারে জুলাই মাসে ২ মিনিট যোগ করতে হবে। এই কারণে ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার সারা বছর অনুসরণ করা হয় না।
সাহরি ইফতার সুবহে সাদিক ও সূর্যাস্তের সাথে নির্ভরশীল। কোনো নির্দিষ্ট সংস্থা বা অ্যাপের উপর নির্ভরশীল না।
Md Mosaddeksays:
October 21, 2024 at 9:06 PMভালো উদ্দেশ্য