Post Updated at 24 Feb, 2023 – 4:34 PM
১। পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে।
২। শরীরের যে কোনো স্থান থেকে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে
পড়লে।
৩। মুখ ভরে বমি হলে।
৪। থুথুর সাথে রক্ত এলে এবং রক্তের পরিমাণ বেশী বা সমান হলে।
৫। চিত হয়ে, কাঁত হয়ে অথবা ঠেস দিয়ে ঘুমালে।
৬। বেহুঁশ হলে।
৭। পাগল হলে।
৮। নেশাগ্রস্থ হলে।
৯। জানাযা নামাজ ব্যতীত অন্য কোন নামাজে অট্টহাসি দিলে।
সূত্র : ফাতাওয়া আলমগীরী (আরবি) পৃষ্ঠা ৯-১১
Leave a Reply