নবীজি মুহাম্মাদ ﷺ এর জীবনী বা সীরাত অধ্যয়ন করা প্রতিটি মুমিনের জন্য অবশ্য কর্তব্য। তাই মুসলিমস ডে আয়োজন করতে যাচ্ছে সীরাত পাঠ ও কুইজ প্রতিযোগিতা ২০২৪। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা নবী ﷺ এর জ্যোতির্ময় জীবন সম্পর্কে জানতে পারব। বাড়তি হিসাবে থাকছে ১ম ১০০ জনের জন্য পুরস্কার।
কুইজে অংশগ্রহনের পদ্ধতি
- বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন (এখান থেকে)
- “নবীয়ে রহমত” বইটি পড়ুন (PDF ডাউনলোড করুন – 27 MB)
- নির্ধারিত সময়ে কুইজে অংশ নিন
কুইজে অংশগ্রহণের লিংক
ফোন নম্বরের ১ম ৩ ডিজিট | কুইজের লিংক |
016 | https://forms.gle/YVhzfWcEVwSSXbGi8 |
017 | https://forms.gle/BZyhxXxpKtsq6c4XA |
018 | https://forms.gle/ax2R7RtpN628AksMA |
019 | https://forms.gle/sFR5a8NWF5xtPNCY9 |
অন্যান্য | https://forms.gle/Ay3o29A3aS9U15GU9 |
একটিমাত্র গুগল ফরম ব্যবহার করে কুইজ আয়োজন করলে গুগল ফরমটি লোড হতে সমস্যা হয়। অনেক ইউজার একত্রে যখন একটি ফরম লোড করার চেষ্টা করে তখন গুগল সেটি লোড করতে পারে না। তাই পরীক্ষামূলক ভাবে আমরা এই কুইজটি একাধিক ফরমের মাধ্যমে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
একজন প্রতিযোগি উপরের ছক থেকে কেবল একটি লিংক থেকেই কুইজে অংশ নিবেন। একাধিক লিংক থেকে ভিন্ন ফোন নম্বর বা ভিন্ন ইমেইল দিয়ে সাবমিট করলে তা প্রতারণা বলে গণ্য হবে। এরকম কোনো সাবমিশন ধরা পড়লে ঐ প্রতিযোগির সকল সাবমিশন বাতিল করা হবে।
আপনার ফোন নম্বরের ১ম ৩টি ডিজিটের উপর ভিত্তি করে কুইজের ফরম নির্ধারিত হবে। উপরের ছক থেকে আপনার কুইজের লিংকটি বেছে নিন ও নির্দিষ্ট সময়ে কুইজে অংশ নিন।
কুইজের সিলেবাস
সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহ. কর্তৃক লিখিত ও আবু সাঈদ মুহাম্মাদ ওমর আলী অনুদিত নবীয়ে রহমত বই থেকে কুইজের সকল প্রশ্ন করা হবে। আমরা সবাইকে অনুরোধ করব বইটি কিনে পড়ার জন্য। যাদের পক্ষে কেনা সম্ভব হচ্ছে না তারা নিচের বাটনে ক্লিক করে বইটির পিডিএফ ডাউনলোড করতে পারেন। আমাদের কুইজের প্রতিটি প্রশ্ন করা হবে এই বইটি থেকে।
নবীয়ে রহমত বইটি বেশ বড় কলেবরের। তাই আমরা কুইজের সিলেবাস কিছু কমিয়ে এনেছি। নিচের অধ্যায়গুলো থেকে আমাদের সকল প্রশ্নগুলো করা হবে:
- জন্ম থেকে নবুওয়াতের প্রারম্ভ পর্যন্ত
- নবুওয়াত লাভের পর
- মদীনায়
- বদর যুদ্ধ
- ওহুদ যুদ্ধ
- খন্দক বা আহযাব যুদ্ধ
- বনী কুরায়জার যুদ্ধ
- হুদায়বিয়ার যুদ্ধ
- আমীর-উমারা ও শাসকবর্গের প্রতি ইসলামের দাওয়াত
- খায়বার যুদ্ধ
- মূতার যুদ্ধ
- মক্কা বিজয়
- হুনায়ন যুদ্ধ
- তাবুক যুদ্ধ
- বিদায় হজ্জ
- ওফাত
কুইজ প্রতিযোগিতার সময়সূচী
তারিখ: ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার
সময়: রাত ৯:০০ টা থেকে ১০:৩০ (Bangladesh time)
অনেক বেশি ইউজারের হিটের কারণে গুগল ফরম লোড হতে সমস্যা হতে পারে। সে জন্য ১ ঘন্টার স্থলে দেড় ঘন্টা সময় দেয়া হলো। কোনো পরিস্থিতিতেই এ সময় আর বাড়ানো হবে না।
কুইজের ফলাফল
কুইজ শেষ হওয়ার পর নিজ নিজ কুইজ লিংকে গুগল একাউন্ট দিয়ে প্রবেশ করলে সকল প্রশ্নের সঠিক উত্তরগুলো জানা যাবে।
৪ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ৯টার মাঝে ইনশাআল্লাহ স্কোরবোর্ড ও পুরষ্কারপ্রাপ্তদের তালিকা পাওয়া যাবে এই লিংকে।
কুইজের পুরষ্কার
যে কেউ চাইলে মুসলিমস ডে অ্যাপের জন্য আর্থিক অনুদান দিতে পারেন। যেন আমরা এরকম আয়োজন ও অ্যাপের ডেভেলপমেন্ট চালিয়ে নিতে পারি। অনুদান দেয়া যাবে এখান থেকে।
কুইজের নিয়মাবলী
- কুইজে অংশগ্রহন করার জন্য কোনো রেজিস্ট্রেশন ফী পরিশোধ করতে হবে না।
- অনলাইনে গুগল ফরমের মাধ্যমে MCQ পদ্ধতিতে কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। গুগল ফরমটি ওপেন করার জন্য আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগিন করতে হবে। তাই আগে থেকে আপনার ফোন/কম্পিউটারের ব্রাউজারে জিমেইলে লগিন করে রাখুন।
- একজন প্রতিযোগি একবারই গুগল ফরম সাবমিট করতে পারবেন। একজন একাধিকবার ভিন্ন ভিন্ন ইমেইল দিয়ে ফরম সাবমিট করলে তা প্রতারণা বলে গণ্য হবে। এই প্রতারণার ফলে অন্য কোনো প্রতিযোগির হক্ব নষ্ট হলে কিয়ামতের দিন এজন্য অপরাধী হতে হবে। তাই নেকীর কাজ করতে গিয়ে পাপ কামাই না করি।
- কুইজ চলাকালীন সময়ে আমাদের নির্বাচিত বই থেকে সহায়তা নেয়া যাবে।
- সর্বনিম্ম সময়ে সর্বাধিক সঠিক উত্তর দাতাদের ক্রম অনুযায়ী স্কোর বোর্ড বানানো হবে। উদাহরণ স্বরূপঃ ৫০০ জন প্রতিযোগির প্রত্যেকেই যদি ১০০ এর মধ্যে ১০০ পান। তাহলে বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখব কোন প্রতিযোগি সবার আগে উত্তর সাবমিট করেছেন। উদাহরন স্বরূপ, ৯:২০ এ যিনি সাবমিট করে ১০০ পেয়েছেন, তিনি ৯:২১ এ সাবমিট করে ১০০ পাওয়া প্রতিযোগির চেয়ে এগিয়ে থাকবেন। গুগল ফরমে টাইমার সিসটেম নাই, তাই উপরের নিয়মটিই আমাদেরকে গ্রহন করতে হচ্ছে।
- একসাথে অনেক প্রতিযোগি একটি গুগল ফরম ওপেন করে সাবমিট করার চেষ্টা করলে গুগলের পক্ষ থেকে কিছু চ্যালেঞ্জ দেয়া হয়। যেমন কিছু ছবি দিয়ে বলতে পারে সেখান থেকে বাস বা সাইকেল বা যে কোনো কিছু একটা সিলেক্ট করতে। আপনি হিউম্যান নাকি রোবোট সেটা প্রমাণের জন্য গুগল এই কাজটি করে থাকে। এজন্য আপনার কিছু সময় বেশি ব্যয় হতে পারে। আমাদের দিক থেকে এ বিষয়ে তেমন কিছু করার নেই। এই টেকনিক্যাল সমস্যাটি মাথায় রেখেই কুইজে অংশ নিতে হবে। এরকম সমস্যার জন্য কুইজের সময় বাড়ানো হবে না।
- কুইজের জন্য বইয়ে থাকা কুরআন-হাদীসের কোনো রেফারেন্স মুখস্থ করতে হবে না।
- কুইজে ৩০-৫০ টি MCQ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের ৩-৪ টি সম্ভাব্য উত্তর থাকবে। সেখান থেকে এক বা একাধিক সঠিক উত্তর সিলেক্ট করতে হবে।
- বিগত কুইজ প্রতিযোগিতার অভিজ্ঞতার আলোকে আমরা দেখতে পেয়েছি ৩০টি প্রশ্নের উত্তর সর্বনিম্ন ৩ মিনিটের মাঝেই সাবমিট হওয়া সম্ভব। আমাদের কুইজগুলোতে প্রচুর মেধাবী প্রতিযোগি অংশ নিয়ে থাকেন। প্রতিটা কুইজের পূর্বে অনেকেই কঠিন পরিশ্রম করে প্রস্তুতি নিয়ে থাকেন। তাই ২-৩ মিনিটের মাঝে ৩০টি প্রশ্নের উত্তর দেয়া অসম্ভব নয়। তাই আপনি ভাল রেজাল্ট করতে চাইলে সেরকম প্রস্তুতি নিন।
যে কোনো প্রয়োজনে পোস্ট করতে পারেন কুইজের ফেসবুক ইভেন্টে।
কুইজ বিষয়ক যে কোনো বিষয়ে মুসলিমস ডে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। মুসলিমস ডে কর্তৃপক্ষ কুইজের যে কোনো নিয়মে পরিবর্তন, পরিমার্জনের অধিকার সংরক্ষণ করে।