Post Updated at 2 Jul, 2024 – 12:13 PM

মুসলিমস ডে অ্যাপে সালাতের ৫ ওয়াক্তের সময়ের সাথে নিষিদ্ধ সময়গুলোও উল্লেখ করা হয়েছে। সূর্য ডুবার সময় নামাজ পড়া নিষিদ্ধ। কিন্তু আমরা সূর্যাস্তের এই নিষিদ্ধ সময়কেও আসরের ওয়াক্ত হিসাবে দেখিয়েছি। এতে অনেকেই মনে করেন বিষয়টা ভুলে দেয়া হয়েছে। আসলে তা না। এখানে সঠিক সময়ই দেখানো হয়েছে।

মাসআলা হচ্ছে, সূর্যাস্তের সময় নামাজ পড়া নিষিদ্ধ। নফল ফরজ কোন নামাজ‌ই এ সময় পড়া যায় না। তবে ওইদিনের আসরের নামাজটি এই বিধানের অন্তর্ভুক্ত নয়। যদি কেউ ঐ দিনের আসর না পড়ে থাকেন, তবে সূর্যাস্তের নিষিদ্ধ সময়েও আসর পড়ে নিতে হবে এবং এতে তার নামাজটি স্বাভাবিক সময়ের নামাজ বলেই বিবেচিত হবে। কাজা নামাজ হিসেবে বিবেচিত হবে না। তবে ইচ্ছাকৃত নামাজ এতটা বিলম্বিত করে এই নিষিদ্ধ সময়ের মধ্যে প্রবেশ করানো সমীচীন হবে না‌- এটা তো বোঝাই যায়।

 

আসরের পর মাকরুহ ওয়াক্ত

আসরের ওয়াক্তের শেষ দিকে সূর্যাস্তের আগ মুহূর্তে একটি মাকরূহ ওয়াক্ত রয়েছে। তা হল, সূর্য হলুদ বর্ণ ধারণ করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। এ সময় নফল নামায, কাযা নামায, জানাযার নামায সবই পড়া মাকরূহ।

– তুহফাতুল ফুকাহা ১/১০৫; আলমুহীতুর রাযাবী ১/১৯৯; আলবাহরুর রায়েক ১/২৫১; হালবাতুল মুজাল্লী ১/৬৪৮; রদ্দুল মুহতার ১/৩৭৩

তবে মাকরুহ ওয়াক্ত সত্ত্বেও সূর্যাস্তের সময় ঐদিনের আসরের নামায আদায় করা জায়েয আছে। কেউ মাকরুহ ওয়াক্তে উপনীত হয়ে গেলে সে অবস্থাতে হলেও ঐ দিনের আসর পড়ে নিতে হবে। মাকরুহ ওয়াক্ত হওয়ায় ঐদিনের নামাজ কাজা করার সুযোগ নাই। নামাজ কাজা করার চেয়ে মাকরুহ ওয়াক্ত হলেও নামাজ আদায় করে নিতে হবে।

আর আসরের নামাযে থাকাবস্থায় সূর্যাস্ত হয়ে গেলেও আসরের নামায নষ্ট হয় না। তবে এ অবস্থায় নামায আদায় হয়ে গেলেও যেহেতু তা মাকরূহে তাহরীমী হয়, তাই সূর্য হলুদ বর্ণের হওয়ার আগেই মুস্তাহাব ওয়াক্ত থাকতেই আদায়ের ব্যাপারে যত্নবান হতে হবে।

— কিতাবুল আছল ১/১৩০; আলমাবসূত, সারাখসী ১/১৫২; আলমুহীতুর রাযাবী ১/২০২; মুখতারাতুন নাওয়াযিল ১/২৪৬,২৪৮; আলজাওহারাতুন নাইয়িরা ১/৮৯; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৩০৩

তথ্যসূত্র

  1. মাসিক আলকাউসারের প্রশ্নোত্তর
  2. মাসিক আলকাউসারের প্রশ্নোত্তর
Comments
  1. Thank you for your kind information and I wil be helpful for knowing the information I don’t know . I would like to thank this Muslims Day app because this app helps me a lot to know the unknown things, Sahih Hadith and different kinds of mas’alas .

  2. যথোপযুক্ত রেফারেন্স দিলে উপকৃত হতাম

    1. কিছু রেফারেন্স যোগ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাম্প্রতিক পোস্ট সমূহ
ক্যাটাগরি সমূহ
ট্যাগ সমূহ
error: অনুগ্রহ করে লেখাটি কপি করবেন না। লিংক শেয়ার করুন। ধন্যবাদ