1,514 views
Post Updated at 7 Apr, 2023 – 12:03 PM
আমাদের সমাজে অনেকের মাঝে ভুল ধারনা রয়েছে যে সাহরি না খেলে সিয়াম আদায় হবে না। এটা সম্পূর্ণ ভুল ধারনা।
সাহরি খাওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। নবীজি (সা) সাহরি খেতে উৎসাহ দিয়েছেন। কিন্তু কোনো কারণে যদি সাহরি খেতে না পারা যায় সেজন্য সিয়ামের কোনো ক্ষতি হবে না।
রামাদানের সিয়ামের ক্ষেত্রে সাহরি খেতে না পারলেও সিয়াম পালন করতেই হবে। সাহরি খাওয়া হয় নি – এই অযুহাতে সিয়াম ছেড়ে দেয়া যাবে না।
অজ্ঞতাবশত কেউ কেউ বলে থাকেন “সাহরি না খেলে সেটা রোজা হয় না। বরং উপোষ থাকা হয়”। এই কথাটি সঠিক নয়।
মোট কথা, সাহরি খেতে না পারলেও রমাদানের রোজা রাখতেই হবে।