Post Updated at 24 Feb, 2023 – 4:33 PM


কিছু বিষয় এমন, অনেকে মনে করেন, এগুলোর কারণে ওজু ভেঙে যাবে। আসলে এতে ওজু ভাঙবে না। এমন কিছু কারণঃ

১. ওজু করার পর সন্তানকে বুকের দুধ খাওয়ালে কিংবা দুধ নিংড়িয়ে বের করলে।

 

২. লজ্জাস্থান স্পর্শ করলে বা দেখলে।

৩. ওজু করার পর হাত-পায়ের নখ কাটলে।

৪. বিড়ি-সিগারেট ইত্যাদি খেলে।

৫. সতরের পুরোটা কিংবা আংশিক খুলে গেলে।

৬. কোনো কারণে অন্য কারও লজ্জাস্থান স্পর্শ করলে বা দেখলে।

৭. ওজু করার পর নখ-চুল কাটলে।

৮. হাত-পা বা শরীরের অন্য কোনো জায়গার চামড়া কাটলে, উঠিয়ে ফেললে কিংবা উপড়িয়ে ফেললে (যদি এতে রক্ত বের না হয়)।

৯. নাক বা চোখ দিয়ে পানি পড়লে।

Comments
  1. নং৪ বিড়ি সিগারেট উল্লেখ না করে কোন খাবার খেলে বলা যেতে পারত আমার মনে হয়

    1. এই পোস্টটিতে উল্লেখ করা হয়েছে এমন কারণগুলো যেগুলোর কারণে অযু ভাঙে না, কিন্তু লোকজন মনে করেন অযু ভেঙে যায়। “কোনো খাবার খেলে” অযু ভাঙে আমাদের সমাজে এরকম কথা প্রচলিত নাই। কিন্তু বিড়ি-সিগারেট খেলে অযু ভেঙে যায় এটা সমাজে প্রচলিত আছে। যেমন প্রচলিত আছে যে, “হাঁটুর উপরে কাপড় উঠলে অযু ভাঙে”। এটাও এই পোস্টে উল্লেখ আছে। তাই মনে হচ্ছে ৪ নং পয়েন্টটি যেভাবে আছে সেভাবেই যথার্থ।
      আশা করি বুঝাতে পেরেছি।

  2. Thank for information

  3. আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানলাম ৷

  4. আমি মুসলিমডে কে জানাই ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাম্প্রতিক পোস্ট সমূহ
ক্যাটাগরি সমূহ
ট্যাগ সমূহ
error: অনুগ্রহ করে লেখাটি কপি করবেন না। লিংক শেয়ার করুন। ধন্যবাদ