672 views
Post Updated at 24 Feb, 2023 – 4:33 PM
কিছু বিষয় এমন, অনেকে মনে করেন, এগুলোর কারণে ওজু ভেঙে যাবে। আসলে এতে ওজু ভাঙবে না। এমন কিছু কারণঃ
১. ওজু করার পর সন্তানকে বুকের দুধ খাওয়ালে কিংবা দুধ নিংড়িয়ে বের করলে।
২. লজ্জাস্থান স্পর্শ করলে বা দেখলে।
৩. ওজু করার পর হাত-পায়ের নখ কাটলে।
৪. বিড়ি-সিগারেট ইত্যাদি খেলে।
৫. সতরের পুরোটা কিংবা আংশিক খুলে গেলে।
৬. কোনো কারণে অন্য কারও লজ্জাস্থান স্পর্শ করলে বা দেখলে।
৭. ওজু করার পর নখ-চুল কাটলে।
৮. হাত-পা বা শরীরের অন্য কোনো জায়গার চামড়া কাটলে, উঠিয়ে ফেললে কিংবা উপড়িয়ে ফেললে (যদি এতে রক্ত বের না হয়)।
৯. নাক বা চোখ দিয়ে পানি পড়লে।
মোঃ ওমর ফারুক
August 8, 2023 at 10:51 amনং৪ বিড়ি সিগারেট উল্লেখ না করে কোন খাবার খেলে বলা যেতে পারত আমার মনে হয়
Muslims Day Desk
August 8, 2023 at 3:03 pmএই পোস্টটিতে উল্লেখ করা হয়েছে এমন কারণগুলো যেগুলোর কারণে অযু ভাঙে না, কিন্তু লোকজন মনে করেন অযু ভেঙে যায়। “কোনো খাবার খেলে” অযু ভাঙে আমাদের সমাজে এরকম কথা প্রচলিত নাই। কিন্তু বিড়ি-সিগারেট খেলে অযু ভেঙে যায় এটা সমাজে প্রচলিত আছে। যেমন প্রচলিত আছে যে, “হাঁটুর উপরে কাপড় উঠলে অযু ভাঙে”। এটাও এই পোস্টে উল্লেখ আছে। তাই মনে হচ্ছে ৪ নং পয়েন্টটি যেভাবে আছে সেভাবেই যথার্থ।
আশা করি বুঝাতে পেরেছি।
Md Sajjad Hosen
August 8, 2023 at 3:38 pmThank for information
মোঃ মাইনুল আবেদীন চৌধুরী
August 9, 2023 at 10:23 amআলহামদুলিল্লাহ, অনেক কিছু জানলাম ৷
Jiaul Rahaman
October 21, 2023 at 4:13 pmআমি মুসলিমডে কে জানাই ধন্যবাদ