Post Updated at 11 Apr, 2024 – 9:36 PM
প্রতি বছর রমাদানের শেষে আমরা সাদাকাতুল ফিতর প্রদান করে থাকি। যেহেতু এটি বছরে একবার আদায় করে থাকি তাই এর বিধি-বিধান ও মাসআলাগুলো স্বাভাবিকভাবেই প্রতি বছর আমাদের নতুন করে জেনে নিতে হয়।
ফিতরা সম্পর্কিত সকল পোস্ট একত্রে পাওয়া যাবে এখান থেকে। ফিতরা বিষয়ে যে পোস্টগুলো করা হয়েছে তা নিম্নরূপ:
- ২০২৪ সালের ফিতরার পরিমাণ ও মাসআলা (আপনি এটি পড়ছেন)
- ফিতরা কাকে দেয়া যাবে? কোন সময়ে ফিতরা আদায় করতে হয়?
- ফিতরা কেন আমাদের উপর ওয়াজিব হয়েছে? ফিতরা কার উপর ওয়াজিব?
- ফিতরা খাদ্য দিয়েই আদায় করতে হবে? নাকি টাকা দিয়েও আদায় করা যাবে?
সাদাকাতুল ফিতর কী?
সাদাকাহ অর্থ দান; ফিতর অর্থ এক মাস রোজা রাখার পর রোজা ভাঙা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে রোজা ভাঙা উপলক্ষে গরীব-মিসকিনকে যা দান করা হয়, তা-ই সাদাকাতুল ফিতর।
ফিতরার পরিমাণ
সদাকায়ে ফিতর সম্পর্কিত হাদীসগুলো পর্যালোচনা করলে এ বিষয়ে মোট পাঁচ প্রকার খাদ্যের বর্ণনা পাওয়া যায়। এদের নাম ও ফিতরার জন্য পণ্যগুলোর পরিমাণ নিম্নরূপ।
পন্যের নাম | ফিতরার পরিমাণ | |
যব | ১ সা’ | ৩.৩ কেজি |
খেজুর | ১ সা’ | ৩.৩ কেজি |
পনির | ১ সা’ | ৩.৩ কেজি |
কিসমিস | ১ সা’ | ৩.৩ কেজি |
গম বা আটা | ০.৫ সা’ | ১.৬৫ কেজি |
এ পাঁচ প্রকারের মধ্যে যব, খেজুর, পনির ও কিসমিস দ্বারা সদকাতুল ফিতর আদায় করতে চাইলে প্রত্যেকের জন্য এক সা’ পরিমান (৩ কেজি ৩০০ গ্রাম) দিতে হবে। আর গম বা আটা দ্বারা আদায় করতে চাইলে আধা ‘সা’ (১ কেজি ৬৫০ গ্রাম) দিতে হবে।
ফিতরা কত টাকা ২০২৪? ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষিত ফিতরার পরিমাণ
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে প্রতি বছর ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করে দেয়া হয়। এটা একটা ভালো উদ্যোগ। আলেম সমাজ এটাকে সাধুবাদ জানিয়েছেন। উপরের ৫টা খাদ্যের মধ্যে সবচেয়ে দামী খাবারের দাম আর সবচেয়ে কমদামী খাবারের দামের হিসাব করে তারা এই ফিতরার রেঞ্জ নির্ধারণ করেন। এ বছর (১৪৪৫ হিজরী, ২০২৪ ইং) সাদাকাতুল ফিতরের পরিমাণ তারা এভাবে নির্ধারণ করেছেন:
পন্যের নাম | পরিমাণ | মূল্য |
যব | ৩.৩ কেজি | ৪০০ টাকা |
খেজুর | ৩.৩ কেজি | ২৪৭৫ টাকা |
পনির | ৩.৩ কেজি | ২৯৭০ টাকা |
কিসমিস | ৩.৩ কেজি | ২১৪৫ টাকা |
গম বা আটা | ১.৬৫ কেজি | ১১৫ টাকা |
কোন পণ্য দিয়ে ফিতরা আদায় করব?
প্রশ্ন হচ্ছে যব, খেজুর, পনির ও কিসমিসের মত দামী খাবার দিয়ে আদায় করতে চাইলে এক ‘সা’ আর আটা বা গমের মত কম দামী জিনিস দিয়ে আদায় করলে অর্ধেক ‘সা’ কেন আদায় করতে হয়? এর উত্তর হচ্ছে আরবে নবী (সা) এর সময়ে গমের উৎপাদন কম হত। গম পাওয়া যেত কম, তাই গমের দাম তখন অনেক বেশি ছিল। যেহেতু গমের দাম তখন অনেক বেশি ছিল সে কারণে গম দিয়ে আদায় করতে চাইলে তার জন্য অর্ধেক ‘সা’ পরিমাণ গম সাদকা করলেই আদায় হয়ে যেত। অপরপক্ষে যব, খেজুর, পনির আর কিসমিসের দাম সে সময় কমদাম আর সহজলভ্য হওয়ায়। এগুলো দিয়ে আদায় করতে চাইলে ১ ‘সা’ পরিমাণ দিতে হত।
এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন খাদ্যদ্রব্য দ্বারা ফিতরার পরিমাণ হিসাব করি? আমরা সাধারণত আটা বা গমের মূল্য হিসাব করে এ ফিতরা আদায় করি। ধনী-গরীব সকলেই একই পদ্ধতিতে একই মূল্যে তা আদায় করি। অথচ দান করার সময় উত্তম বস্তু দান করা, পছন্দনীয় বস্তু দান করা, ভালো মানের বস্তু দান করা—এসবের প্রতি পবিত্র কুরআন ও হাদীসে বারবার উৎসাহিত করা হয়েছে। তাই আমাদের উচিত, এ দানের ক্ষেত্রেও আমাদের সর্বোচ্চ সাধ্য ব্যয় করা। ফিতরার সর্বনিম্ন পরিমাণ হিসেবে তা আদায় করে দায়মুক্তি পাওয়ার মানসিকতা পরিহার করা।
আমাদের মনে রাখা উচিত, এ সাদাকাতুল ফিতর একটি ওয়াজিব দান। যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তাদের জন্যে এ দান ওয়াজিব। আর রমজান মাসে একটি ওয়াজিব আদায় করলে অন্য সময়ের সত্তরটি ওয়াজিব আদায় করার সওয়াব আমরা পেতে পারি।
আরেকটি বিষয়, আমরা তো আমাদের জীবনের নানা ক্ষেত্রেই আমাদের আর্থিক সংগতির বিষয়টি বিবেচনায় রাখি। আর্থিক সামর্থ অনুসারে আমরা জামাকাপড় কিনি। সামর্থ অনুসারে আমরা কুরবানির পশুও কিনে থাকি। তবে সাদাকাতুল ফিতর আদায়ের সময় কেন এ সামর্থের বিবেচনা নয়?
রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময়ের তুলনায় অনেক বেশি দান করতেন। বলাবাহুল্য, নফল দানের তুলনায় ওয়াজিব দানের সওয়াব অনেক অনেক বেশি। তাই আসুন, আমরা সাধ্যমতো বেশি দামের পণ্য দিয়ে ফিতরা আদায় করি।
এমনও হতে পারে, আপনার পরিবারের সকলের পক্ষ থেকে খেজুরের মূল্য হিসাব করে ফিতরা আদায় করার সামর্থ আপনার নেই। কিন্তু ১-২ জনের ফিতরা এ খেজুরের মূল্য দিয়ে আদায় করতে পারেন। এ ক্ষেত্রে যে কজনের পক্ষ থেকে খেজুর-কিসমিস দিয়ে ফিতরা আদায় করতে পারেন, তা করুন। বাকিদের পক্ষ থেকে আটা দিয়েই আদায় করুন। তবুও আশা করা যায়, আপনি এমন একটি সুন্নতের ওপর আমলকারী হিসেবে বিবেচিত হবেন, যে সুন্নতটি এখন মৃতপ্রায়।
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ফিতরার হার নির্ধারণ ও কিছু কথা
ইসলামিক ফাউন্ডেশন থেকে বলা হয়ে থাকে, পণ্যগুলোর স্থানীয় বাজারমূল্যে তারতম্য হতে পারে। সে অনুযায়ী নিজ নিজ এলাকার বাজারমূল্য অনুযায়ী প্রদান করলেও আদায় হয়ে যাবে। এছাড়াও এখানে পণ্যগুলোর যে মূল্য দেয়া আছে সেগুলোর ক্ষেত্রে পণ্যের মান অনুযায়ী মূল্যের তারতম্যও হওয়া সম্ভব।
যেমন ৩ কেজি ৩০০ গ্রাম খেজুরের মূল্য ধরা হয়েছে ২৪৭৫ টাকা। আমরা জানি উন্নত জাতের আজওয়া খেজুরের প্রতি কেজির দামই আছে প্রায় ২০০০ টাকা। সেক্ষেত্রে আমাদের যাদের সামর্থ্য আছে তিনি ইসলামিক ফাউন্ডেশনের খেজুরের মূল্যকে আদর্শ না ধরে আজওয়া খেজুরের দাম হিসাব করে ৬৬০০ টাকা ফিতরা প্রদান করতে পারেন। আবার আরেকটু কম দামের খেজুর যেমন ৩২০ টাকা কেজির দাব্বাস খেজুরের দাম হিসাব করে (৩২০ * ৩.৩) = ১০৫৬ টাকা প্রদান করতে পারেন।
অনেকে এমন আছেন, যারা সর্বনিম্ন পরিমাণে ফিতরা আদায় করতে চান না, আবার ৫০০ টাকা কেজির খেজুর হিসেবে ফিতরা আদায় করা তাদের জন্যে কঠিন। তারা চাইলে নিজেদের এলাকার আরও কম মূল্যের কোনো খেজুরের দামে ফিতরা আদায় করতে পারেন। খেজুরের কেজি যদি ২০০ টাকা হয়, তবে ফিতরা হবে ৬৬০ টাকা। ঢাকা শহরের বাজারমূল্য অনুসারে হয়তো আটা ৭০ টাকা কেজি হিসাব করে ফিতরার সর্বনিম্ন পরিমাণ ধরা হয়েছে ১১৫ টাকা। আপনার এলাকায় আটা বা গমের বাজারমূল্য যদি আরও কম হয়, উদাহরণস্বরূপ ৫০ টাকা হয়, তবে আপনি চাইলে আপনার এলাকার বাজারমূল্য হিসেবে (৫০*১.৬৫=) ৮২.৫ টাকা ফিতরা আদায় করতে পারেন।
আপনি চাইলে এভাবে আপনার সাধ্য অনুযায়ী খেজুর, যব, কিসমিস ও পনিরের দামকে ৩.৩ দিয়ে গুণ দিয়ে ফিতরার পরিমাণ নির্ধারন করতে পারেন। একই ভাবে আটা বা গমের দামকে ১.৬৫ দিয়ে গুণ দিলে ফিতরার পরিমাণ পাওয়া যাবে। পাঠকের বুঝার সুবিধার্থে আমরা কয়েক ধরনের খেজুরের মূল্য দিয়ে একটি ছক বানিয়ে শেয়ার করছি। ২০২৪ সালের খেজুরের এই মূল্য সংগ্রহ করা হয়েছে অনলাইন থেকে। যা আপনার এলাকার দোকান ভেদে ভিন্ন হতে পারে। আবার একই নামের খেজুরের কোয়ালিটি ভেদে দাম ভিন্ন হয়। তাই নিচের ছক দেখেই খেজুর দিয়ে ফিতরা দিতে হবে এমন নয়। আপনি বাজারে গিয়ে খেজুরের মূল্য জেনেও যে কোনো খেজুরের ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারেন।
খেজুরের নাম | ১ কেজির মূল্য | ফিতরার পরিমাণ (৩.৩ কেজির মূল্য) |
গলা বা বাংলা খেজুর | 200 | 660 |
জাহিদী | 240 | 792 |
বরই | 440 | 1452 |
দাব্বাস | 450 | 1485 |
কালমি মরিয়ম | 800 | 2640 |
সুক্কারী | 970 | 3201 |
আজওয়া | 1800 | 5940 |
আজওয়া আলিয়া | 2500 | 8250 |
ফিতরা মানেই সর্বনিম্ন পরিমাণে ১১৫ টাকা আদায় নয়
আমাদের দেশে প্রচলিত হচ্ছে সবচেয়ে কম দামের পণ্য দিয়ে ফিতরা আদায় করা। অর্থাৎ ফিতরা মানেই ১১৫ টাকা। জ্বি, ১১৫ টাকা দিয়ে আমরা সবাই ফিতরা দিলে তা আদায় হয়ে যাবে। কিন্তু তা অনেকের জন্য হবে ৩৩ পেয়ে পাস করার মত। কিন্তু যদি ফিতরার সওয়াবের ব্যাপারে এ প্লাস পেতে চাই, তাহলে আমাদের সাধ্যমতো বেশি মূল্যের পণ্য দিয়ে আদায় করতে হবে। কারো কারো জন্য হয় ১১৫ টাকা দেয়াই এ প্লাস ক্যাটাগরির বলে বিবেচিত হবে। যদি তার উপার্জন বা সামর্থ্য কম থাকে। সামর্থ যার আরেকটু বেশি আছে, তিনি জন প্রতি যবের বাজারমূল্য হিসাব করে ফিতরা দিবেন। যার সামর্থ আরও বেশি, তিনি কিসমিসের মূল্য দিয়ে ফিতরা দিবেন।
আবার যাকে আল্লাহ আরেকটু বেশি আর্থিক স্বচ্ছলতা তিনি খেজুরের মূল্য দিয়ে ফিতরা দিবেন। আবার সমাজের অনেকেই আছেন যাদেরকে আল্লাহ আরেকটু বেশি সম্পদ দিয়েছেন। তারা তাদের সম্পদের প্রাচুর্যতার কৃতজ্ঞতা স্বরূপ ফিতরা দিতে পারেন পনিরের মূল্য দিয়ে।
অর্থাৎ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার, বিভিন্ন আর্থিক আয়-উন্নতির অবস্থার প্রেক্ষিতে আমরা নিজেরাই নির্ধারন করব যে আমরা কোন পণ্যের মূল্য দান করব। কারও জন্যে হয়তো সর্বনিম্ন হারে ফিতরা আদায় করাই কষ্টকর হবে, আবার কারও জন্যে সর্বোচ্চ হারে ফিতরা আদায় করায়ও কোনো অসুবিধা নেই। তাই প্রত্যেকেই নিজ সাধ্যানুসারে ফিতরা আদায় করুন।
উপসংহার
আল্লাহর পথে যে কোনো দানের সময়ই মনে রাখবেন, এটা আমাদের ভবিষ্যতের জন্যে ইনভেস্ট। এখন দুনিয়াতে আমরা যত বেশি ইনভেস্ট করে যেতে পারব, আখিরাতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তত বেশি প্রতিদান দিবেন। আর লাখপতি-কোটিপতি কেউ যদি সর্বনিম্ন হারে ফিতরা প্রদান করেন, তবে তাও আদায় হয়ে যাবে ঠিক, কিন্তু এটা তার নিজের সঙ্গে একপ্রকার ফাঁকির আচরণ হলো। তাই আসুন, নিজেদেরকে ফাঁকি না দিয়ে সাধ্যে যতটুকু কুলায় সে পরিমাণ ফিতরা আমরা আদায় করি। ধনী-গরীব সবাই সর্বনিম্ন ফিতরা আদায় করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রত্যেকেই সাধ্যানুযায়ী ফিতরা আদায় করি। সাদাকাতুল ফিতর কোনো প্রকার আর্থিক জরিমানা বা দায় নয়, এটা একটা ওয়াজিব ইবাদত। তাই যাদের ওপর এটা ওয়াজিব, তারা আগ্রহের সঙ্গে এ ইবাদতটি আদায় করুন।
আল্লাহ আমাদের সবাইকে ভোগবাদী মানসিকতা থেকে বের হয়ে এসে দান করার মানসিকতা লালন করার তাওফিক দান করুন। আমীন।
তথ্যসূত্র
Zubayer
April 6, 2023 at 5:26 amআসসালামু আলাইকুম, এই পোস্টটি খুবই উপকারী এবং দরকারি ধন্যবাদ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্টের জন্য, আমার দুই একটি প্রশ্ন ছিল যদি উত্তর দিতেন উপকৃত হতাম,
১. ফিতরার সর্বনিম্ন যে পরিমাণটি রয়েছে সেটা কি জনপ্রতি দিতেই হবে নাকি পরিমাণটি ভেঙে ভেঙে কয়েকজনকে দেয়া যাবে, উদাহরণ: আমি ২০০০ টাকা খেজুরের মূল্য হিসেবে ফিতরা দিতে চাই সেটা কি একজনকেই ২০০০ টাকা দিব নাকি কয়েকজনকে ভেঙ্গে ভেঙ্গে দিব
২. ফিতরার টাকা যেমন ধরুন আমি খেজুরের দামে দিতে চাই আপনি যেমন ১৯৮০ টাকা যদি এক ছা পরিমাণ খেজুরের দাম হয় সেই ক্ষেত্রে শুধু কি ১৯৮০ টাকা দিলেই হবে নাকি কয়েকটা ছা পরিমাণ খেজুরের দাম ফিতরা হিসেবে দিতে হবে? মানে কত টাকা পরিমাণে দিতে হবে বা কতজনকে দিতে হবে এরকম কি কোন নিয়ম আছে নাকি আমি যদি শুধু একজনের পরিমাণ ফিতরা আদায় করতে চাই তাতেই হবে যেহেতু আমার সামর্থ কম।
Muslims Day Admin
April 6, 2023 at 10:33 am১। প্রথম প্রশ্নের উত্তর পাওয়া যাবে ফিতরা সম্পর্কিত এই পোস্টে
২। খেজুর দিয়ে ফিতরা ১ জনের জন্য ১ সা’ পরিমাণ দিতে হবে। ১ সা’ এর দাম যা আসে সেটা দিতে হবে। পোস্টের শেষের দিকে খেজুরের জন্য একটি নমুনা তালিকা দেয়া আছে। আপনার সাধ্য মত বাজারে পাওয়া যায় যে কোনো খেজুরের ১ কেজির মূল্যকে ৩.৩ দিয়ে গুণ করলে যে টাকা হয়। সেটিই ১ জনের জন্য ফিতরা।
Md. Saayem
April 6, 2023 at 7:01 pmআসসালামু আলাইকুম। আমার মা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার আর আমার মায়ের ফিতরা আদায় কিভাবে করবো জানালে ভালো হয়।
Muslims Day Admin
April 6, 2023 at 7:07 pmপোস্টের আলোকে আপনার সামর্থ্য অনুযায়ী আদায় করতে পারেন। সামর্থ্য একেবারে কম থাকলে আপনার বাজারে প্রাপ্ত আটার দাম অনুযায়ী 1.65 কেজি আটার দাম ফিতরা দিতে পারেন।
Mazhar
April 7, 2023 at 10:39 amAssalamualikum.
Amar question hoche, ami jodi chal, dal, oil miliye fitra dai tahole hobe kina. 115 tk hishab kore ar somo poriman ponno ba tar theke aktu besi taka r somoporiman ai ponno kinle fitra aday hobe kina….
Kindly janaben….
Muslims Day Admin
April 7, 2023 at 12:34 pmজ্বি আদায় হবে।
[email protected]
April 7, 2023 at 11:05 amটাকা দেওয়া কি যাবে?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম কিন্তু খাদ্য সামগ্রী দিতেন,
সেক্ষেত্রে টাকা দেওয়া সুন্নাত মোতাবেক কাজ হবে?
Muslims Day Admin
April 7, 2023 at 11:08 amএ সম্পর্কে স্বতন্ত্র পোস্ট রয়েছে। পোস্টটি পড়তে পারেন এখান থেকে
Mariyam islam
April 7, 2023 at 8:13 pmAssalamualaikum
Vaijan..
Amr 2 ta prosno chelo
1:amar 2 vori sorno 1 vori rupa ache kintu cash tk jomano nei……amr ki jakat detea hobe..?
2: eid er age beton hisabe kichu tk ami pabo ta hate asle ki jakat detea hobe kina
3:r jodi kichu cash tk thakto ja rakha hoyeche kintu 1 bochor purno hoi ni tahole ki jakat detea hoto kina janaben ektu kindly….janale khub upokar hoto
মাওলানা শিব্বীর আহমদ
April 9, 2023 at 11:02 pm১. জাকাত দিতে হবে। যদি কারও কিছু স্বর্ণ ও কিছু রূপা থাকে, তবে দুটির মূল্য একত্রিত করে দেখতে হবে, কোনো একটির নেসাবের সমপরিমাণ হয় কিনা। এখানে দুই ভরি স্বর্ণ ও এক ভরি রূপার বাজারমূল্য রূপার নেসাবের চেয়ে অনেক বেশি। তাই আপনাকে জাকাত আদায় করতে হবে।
২. জাকাতের সম্পর্ক ঈদের সঙ্গে নয়, বছর পূর্ণ হওয়ার সঙ্গে।
৩. জাকাত আদায়যোগ্য সকল সম্পদের ওপর বছর পূর্ণ হওয়া জরুরি নয়। বরং যেদিন বছর পূর্ণ হবে, সেদিন মালিকানায় থাকা জাকাত আদায়যোগ্য সকল সম্পদেরই জাকাত আদায় করতে হবে।
[email protected]
April 9, 2023 at 4:09 amপরিবারের একজন দেশের বাহিরে আছে,তার ফিতরা কি বাংলাদেশ থেকে দিতে হবে নাকি সে বিদেশ থেকে দিয়ে দিবে।
মাওলানা শিব্বীর আহমদ
April 9, 2023 at 7:12 pmসে যেখানে আছে সেখানকার গরিবদের মাঝেই তার ফিতরের টাকা বিতরণ করতে পারে। তবে চাইলে তার পক্ষ থেকে বাংলাদেশেও কেউ তার ফিতরা আদায় করতে পারে। এক্ষেত্রে সে যেখানে আছে সেখানকার হিসাবেই ফিতরা আদায় করতে হবে।
শরীফুল ইসলাম
April 9, 2023 at 4:46 pmজাঝাকুমুল্লাহ!
অত্যন্ত উপকারী এই পোস্টটির জন্য।
মো: হাফিজুর রহমান
April 20, 2023 at 9:57 amযদি ভুল হয় শুধরে দেবেন। আমি জানি একছা একটা পরিমাণ বা আয়তন ওজন না। সেই হিসাবে বিশেষজ্ঞদের মত একছা হয় তিন লিটার। ৩ লিটার পরিমাণ সব জিনিষ এর ওজনতো আর এক হওয়ার কথানা।একছা পরিমাণ বিভিন্ন জিনিষের ওজন নিম্নেরূপ। ভুল কিনা একটু পরীক্ষা করে বলবেন।
চাউল = ২৩০০গ্রাম, আটা = ১৪০০গ্রাম, গম = ২০৪০গ্রাম, খেজুর = ১৮০০গ্রাম, কিসমিস = ১৬৪০গ্রাম, ছোলা = ২০০০গ্রাম ইত্যাদি
মাওলানা শিব্বীর আহমদ
April 30, 2023 at 4:23 amগবেষক আলেমদের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য মত হল, একসা সমান ৩২৬৪ কিংবা ৩২৭০ গ্রাম। হিসাব সহজের জন্য এটাকে ৩৩০০ গ্রাম বলা হয়।
Md. Firooz Hossain
April 21, 2023 at 4:06 pmআসসালামু আলাইকুম,
বর্তমান যাকাতের নিসাব কত টাকা ???
Muslims Day Admin
April 21, 2023 at 6:03 pmপ্রায় ৬৫ হাজার টাকা। বাজারে বিভিন্ন কোয়ালিটির রূপা পাওয়া যায়। ১৮ ক্যারেটের রূপার বিক্রয়মূল্য ধরে নিসাব হিসাব করলে আসে ৬৬১১৩ টাকা। সনাতনী রূপা দিয়ে হিসাব করলে আরো কম হবে। ২১ ও ২২ ক্যারেটের রূপা দিয়ে হিসাব করলে আরো বাড়বে।
Md Taki Tahmid
March 25, 2024 at 2:52 amআসসালামু আলাইকুম
আমি এখনো ছাত্র। কিন্তু আমার টাকা পয়সা নেই। মানে হলো চাকরি নেই ও আমি বেকার।
তাহলে কি কোনো সমস্যা হবে?
মাওলানা শিব্বীর আহমদ
March 25, 2024 at 2:59 amওয়াআলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ
আপনার নিজের যদি প্রয়োজন-অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ না থাকে, তবে আপনার ওপর সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নয়। তবে যদি আদায় করতে পারেন, তাহলে তো অনেক ভালো। ফিতরার সর্বনিম্ন পরিমাণ তো খুবই সামান্য। ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুসারে তা ১১৫ টাকা মাত্র। আর আপনি যদি আপনার এলাকায় খোলা আটার দাম হিসাব করে 1650 গ্রাম আটার মূল্য দিয়ে ফিতরা আদায় করেন, তাহলেও তা আদায় হয়ে যাবে এবং টাকার পরিমাণও কমে আসবে। ফিতরা আদায়ের জন্য এতটুকু টাকার ব্যবস্থা যদি আপনি করতে পারেন, তবে তো অনেক সওয়াবের অধিকারী হবেন, ইনশাআল্লাহ।
Morsalin Islam Rumel
March 25, 2024 at 6:50 pmসাদাকাতুল ফিতরা পরিবারের সবাইকে আদায় করতে হবে ?
Muslims Day Desk
March 25, 2024 at 10:54 pmজ্বি, পরিবারের কর্তা তার অধিনস্থ সকলের পক্ষ থেকে আদায় করবেন। নবজাতক শিশুর পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে।
মোঃ মনসুর আলম
March 26, 2024 at 7:56 amআমি বিদেশে আমার পরিবার সহ এসেছি ৫ মাস যাবৎ কোন কাজ নাই তাহলে আমার জন্য ফিতরা লাগবে ? তাছাড়া আমাকে প্রতিবেশীরা সাহায্য করতেছেন তাদের সাহায্যের বদৌলতে আমি খাবার খাইতেছি। আমার বিষয়টি জানাবেন।
মাওলানা শিব্বীর আহমদ
March 26, 2024 at 11:11 pmআপনার ওপর ফিতরা ওয়াজিব কিনা- বিষয়টি নির্ভর করে আপনার প্রয়োজন-অতিরিক্ত স্থাবর-অস্থাবর কী সম্পদ আছে, তার ওপর। আপনার কোনো ঋণ আছে কিনা এবং প্রয়োজন-অতিরিক্ত সম্পদের তুলনায় সে ঋণ বেশি কিনা- এগুলোও বিবেচ্য বিষয়। ফিতরা ওয়াজিব হওয়ার সঙ্গে নগদ টাকার সম্পর্ক নেই। তাই আপনার বিষয়ে সুনির্দিষ্ট করে বলতে হলে এ বিষয়গুলো আগে জানতে হবে। তবে স্বাভাবিক কথা হলো, যারা সপরিবারে বিদেশ যেতে পারে, ফিতরা ওয়াজিব হওয়ার মতো সম্পদ তাদের থাকে। তাই আপনার সম্পদের বিবরণ জানিয়ে কারও কাছ থেকে বিষয়টি জেনে নিন অথবা সতর্কতামূলক ফিতরা আদায় করে দিন। আপনি সর্বনিম্ন পরিমাণ অনুসারেও ফিতরা আদায় করে দিতে পারেন।
মো: জহির আহাম্মেদ
March 27, 2024 at 7:43 amআসসালামু আলাইকুম, আমার ফিতরা টাকাটা আমি চাচ্ছিলাম আমার এক নিকটতম আত্মীয়কে দিতে, কিন্তু আমি তাকে বলতে চাচ্ছি না যে এটা ফেতরার টাকা , এভাবে দিলে কি আমার ফেতরা আদায় হবে, দয়া করে আমাকে জানাবেন ধন্যবাদ।
মাওলানা শিব্বীর আহমদ
March 27, 2024 at 11:40 pmওয়াআলাইকুমুস সালাম, আপনি নিয়ত করলেই চলবে। তাকে বলতে হবে না- এটা ফিতরার টাকা।
মাহফুজা
March 28, 2024 at 5:56 amআলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ পোস্ট
Rajib Howlader
March 29, 2024 at 1:33 pmআমার নিজস্ব কোনো জমানো টাকা নেই একটা মোটরবাইক আছে যার বাজারমূল্য বর্তমানে আনুমানিক ১৫০/- হাজার টাকা। সেক্ষেত্রে আমাকে কি পরিমান জাকাত দিতে হবে দয়া করে জানাবেন প্লিজ
মাওলানা শিব্বীর আহমদ
April 1, 2024 at 10:05 pmএটা যদি আপনার ব্যবহারের মোটরসাইকেল হয় তবে তার জন্য যাকাত দিতে হবে না
Nusrat Jahan Akhi
March 29, 2024 at 2:40 pmআলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই উপকৃত হলাম ইং শা আল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করবেন।
emon Hossain
March 30, 2024 at 4:35 amআসসালামু আলাইকুম আমি আর আমার বাবা আমাদের ফ্যামিলি উপার্জন কারি কিন্তু আমার বাবা তেমন টাকা দিতে পারেনা সব মিলিয়ে ফ্যামিলি ভালো আছে আমাদের ফ্যামিলিতে মোট ৬ জন আমাদের কত টাকা করে ফিসরা আদায় করতে হবে জানাবেন পিল্জ
Muslims Day Desk
March 30, 2024 at 4:47 pmআপনার সামর্থ্য অনুযায়ী হিসাব করে ফিতরা দিবেন। কিভাবে হিসাব করতে হবে সেটা পোস্টে বলা হয়েছে।
আব্দুর রাজ্জাক
March 30, 2024 at 12:23 pmআমি কি এই ফিতরার টাকাটা কোন মসজিদ বা মাদ্রাসায় ফিতরা উল্লেখ না করে দিতে পারি, তাতে কি আমার ফিতরা আদায় হবে, আমার বাড়ির পার্শ্ববর্তী একটা মসজিদে নির্মাণ কাজ চলিতেছে, তাই বিষয়টা জানার খুব প্রয়োজন বোধ করছি,
Muslims Day Desk
March 30, 2024 at 4:42 pmমসজিদ মাদরাসা নির্মানের জন্য যাকাত বা ফিতরা দেয়া জায়েজ নাই।
এখান থেকে জেনে নিন কোথায় ফিতরা দেয়া যাবে আর কোথায় দেয়া যাবে না
Md Musa Sarkar
April 3, 2024 at 7:47 pmআসসালামু আলাইকুম, আমরা যে বাড়িতে বসবাস করি, ওই বাড়িতে আমরা সবাই থাকি, ওই বাড়ি আমরা ভাড়া দেই না, তাহলে কি সেই বাড়ির মূল্য অনুযায়ী যাকাত দিতে হবে কিনা, প্লিজ জানাবেন, আমাদের একটা অটো ভ্যান গাড়ি আছে, যার বর্তমান বাজার মূল্য ৭০,০০০ হাজার টাকা হবে এই গাড়ি দিয়ে টাকা ইনকাম করে আমাদের পরিবার এবং সংসার চলে, আমি জানতে চাচ্ছি, এই গাড়িটার উপর কি যাকাত দেওয়া লাগবে, আশা করি সঠিক উত্তর পাবো ইনশাল্লাহ ্
মাওলানা শিব্বীর আহমদ
April 6, 2024 at 2:50 amওয়াআলাইকুমুস সালাম।
এই বাড়ি ও গাড়ির উপর যাকাত আসবে না।
Nasrin Akter
April 4, 2024 at 4:52 amআস সালামু আলাইকুম,,
কয়েকটা ভিডিও তে দেখলাম, কয়েকজন আলেম বলেছেন টাকা দিয়ে ফিতরা আদায় করলে তা আদায় করা হয়না। ফিতরা পন্য দিয়েই আদায় করতে হবে টাকা দিয়ে দিয়ে নয়। এ ব্যাপারে যদি বলতেন।
Muslims Day Desk
April 4, 2024 at 11:59 amসাহাবীগণের আমল থেকে প্রমাণিত যে, টাকা দিয়ে আদায় করলেও ফিতরা আদায় হবে। অনেক সাহাবী ও তাবেয়ীগণ এই মত দিয়েছেন। তাই আমরা সাহাবীগণের আমল ও বক্তব্যকে নাজায়েজ বা বিদআত বলতে পারি না।
দলিল সহ জানতে মুসলিমস ডে ব্লগের এই পোস্টটি পড়তে পারেন।
Faraby Hossain
April 4, 2024 at 5:47 pmআসসালামু আলাইকুম যদি দয়া করে হেল্প করতেন পিল্জ আমার বোন এর স্বামী মারা গেছে এখন আমার বোন আমাদের বাড়িতে থাকে বোন এর সাথে ছোট একটা ভাগিনা আছে এখন আমাদের ফ্যামিলির ফিতরার টাকা কি ভাগিনাকে দেওয়া যাবে না কি অন্য কোন মানুষ কে দিতে হবে পিল্জ যানাবেন
মাওলানা শিব্বীর আহমদ
April 6, 2024 at 2:40 amভাগিনাকে আপনার এবং আপনার পরিবারের ফিতরার টাকা দিতে পারবেন। তবে আপনার মা বাবার পক্ষ থেকে আপনার ভাগিনাকে ফিতরার টাকা দেয়া যাবে না।
Sanidul Islam
April 5, 2024 at 3:59 amThank you for your information good very very good
Masud Rana
April 5, 2024 at 11:10 pmআমার পরিবারে চারজন মানুষ আমি আমার স্ত্রী আমার বাবা আমার মা তার মধ্যে উপার্জন করি আমি আমার বাবা আমার মা এবং সেই উপার্জনটাও অনেক স্বল্প আমরা যদি সর্বনিম্ন হারে ফিতরা আদায় করি তাহলে কি আমাদের টা ভুল হবে !
মাওলানা শিব্বীর আহমদ
April 7, 2024 at 10:57 amনা, ভুল হবে না।
M S Rahman
April 7, 2024 at 12:17 pmফিতরার সর্বনিম্ন পরিমান ১২৫৳ কিন্তু কেউ যদি চাই ১২৫৳ না দিয়ে ২০০৳ দিতে তাহলে কি ফিতরা আদায়ে কোন সমস্যা হবে? আশা করি উত্তর পাবো।
Muslims Day Desk
April 7, 2024 at 6:02 pmআপনি কোনো একটা পণ্যের দাম দিয়ে ফিতরার মূল্য হিসাব করবেন। সেটা যদি ১২৫ টাকা আসে, এরপর আপনি ২০০ টা দেন। তাহলে ১২৫ টাকা ফিতরা হিসাবে আপনার ওয়াজিব আদায় হবে। আর বাকি ৭৫ টাকা নফল দান হিসাবে গণ্য হবে। আবার আপনি যদি দেখেন বাজারে একটু বেশি দামের আটাও পাওয়া যায়। যার ১ কেজি ৬৫০ গ্রামের মূল্য ২০০ টাকা হয়ে যায়। তাহলে ২০০ টাকাই আপনার ওয়াজিব ফিতরা হিসাবে আদায় হবে। নফল দানের চেয়ে ওয়াজিব দানের সওয়াব বেশি। তাই চেষ্টা করা উচিত ওয়াজিব দানের পরিমাণ বেশি করা।
সামর্থ্য অনুযায়ী বেশি পরিমাণে ফিতরা দিতে এটা একটা পদ্ধতি হতে পারে:
পরিবারে ৫ জন সদস্য থাকলে ২-১ জনের ফিতরা খেজুর দিয়ে আদায় করা হলো। বাকিদেরটা আটা দিয়ে ১১৫ টাকায় আদায় হলো। খেজুরের ক্ষেত্রে বর্তমান ২০২৪ সালে ২০০ টাকা থেকে খেজুর পাওয়া যায়। সেক্ষেত্রে ২০০ টাকা কেজি খেজুরের ফিতরা আসবে ৬৬০ টাকা। সাধ্য অনুযায়ী কয়েকজনের ফিতরা ৬৬০ টাকা দিয়ে দেয়া হলো, বাকিদেরটা ১১৫ টাকা। আরো বেশি সামর্থ্য থাকলে বেশি দামের খেজুর দিয়ে ফিতরা হিসাব করাই উত্তম হবে।
Alamgir Hossain
April 7, 2024 at 7:42 pmআসসালামুয়ালাইকুম। ফিতরা আদায়ের সুন্নাহভিত্তিক সময় কখন? সেটা কি ঈদের দিনের আগে যেকোন সময়? নাকি ঈদের নামাজের আগে সকালে?
মাওলানা শিব্বীর আহমদ
April 26, 2024 at 9:29 pmওয়াআলাইকুমুস সালাম। রমজান মাস শুরু হওয়ার পরই ফিতরা আদায় করা যায়।
Rabeya
April 8, 2024 at 4:38 amAmar sasurir nijosso 7lakh taka joma ache unar onnanno bochor jakat deoa hoy kintu ai bochor sorner dam beshi thakay amader mosjider hujur bollo tar naki akhon jakat foroj nai tai ai bochor jakat dey ni aita ki thik
মাওলানা শিব্বীর আহমদ
April 10, 2024 at 11:52 pmনগদ টাকার ক্ষেত্রে রুপার নেসাব ধর্তব্য হয়। তাই ওই বক্তব্য সঠিক নয়।
MD.NAZMUL HOQUE
April 8, 2024 at 9:04 amজনপ্রতি আটা ১কেজি ৬০০গ্রাম করে দিলে কি ফিতরা আদায় হবে তার বাজার মূ্ল্ ১১৫ টাকার কম হলেও।
Muslims Day Desk
April 8, 2024 at 9:57 amহবে। বিষয়টি পোস্টে আরো সুন্দর ভাবে উদাহরন সহ বুঝিয়ে বলা হয়েছে।
আহমেদ উল্লাহ
April 9, 2024 at 4:36 amআসসালামু আলাইকুম আমি জানতে চাচ্ছি আমার পরিবারে আমি আমার স্ত্রী আমার সন্তান আমরা তিনজন আমার বাবা-মা এবং ছোট ভাই গ্রামের বাসায় থাকে সে ক্ষেত্রে আমি কি সবার ফিতরা আদায় করতে পারব নাকি শুধু আমার স্ত্রীর সন্তানের ক্ষেত্রে আদায় করব, জানালে আমি উপকৃত হব,
মাওলানা শিব্বীর আহমদ
April 10, 2024 at 11:47 pmওয়াআলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ
সবার পক্ষ থেকেই আদায় করতে পারবেন। তবে তাদেরকে জানিয়ে দিতে হবে।
Alamgir
April 9, 2024 at 3:26 pmআসসালামু আলাইকুম।
ফিতরা দান করার উত্তম ও সুন্নাহভিত্তিক সময় কোনটি? এটি কি রমজানের মধ্যেই দিতে হবে? নাকি ঈদের নামাজের আগে সকালে?
Muslims Day Desk
April 9, 2024 at 4:48 pmঈদের ২-১ দিন আগে আদায় করে দিতে পারেন। যেন যাকে দেয়া হচ্ছে তিনি ঈদের দিনের জন্য ভাল খাবারের ব্যবস্থা করতে পারেন। ঈদের দিন সকালে দিলে সেটা দিয়ে ঈদের দিনের খাবারের ব্যবস্থা করা ঐ ব্যক্তির জন্য কষ্টকরও হতে পারে।
সোয়েব
April 10, 2024 at 1:12 amআসসালামু আলাইকুম
পরিবারের কর্তা যখন পরিবারের পক্ষ থেকে ফিতরা আদায় করবেন
তখন কি একজনকেই ফিতরার টাকা দান করতে হবে?
নাকি দুই তিন জন কে ফিতরার টাকা অল্প অল্প করে দান করতে পারবেন?
Muslims Day Desk
April 10, 2024 at 9:46 amঅল্প অল্প করেও দেয়া যাবে। যেভাবে দিলে গরীব লোকের উপকার হবে সেভাবে দেয়ার চেষ্টা করা চাই।