Post Updated at 21 Mar, 2023 – 9:11 PM

মুসলিমস ডে অ্যাপে নামাজের ৩টি নিষিদ্ধ সময় দেখানো হয়ে থাকে।

তিনটি সময় নামাজ পড়া ইসলামী শরীয়তে হারাম। সময় তিনটি হচ্ছেঃ

 

(১) সূর্যোদয়ের সময়। অর্থাৎ সূর্য ওঠা শুরু হওয়ার সময় থেকে পুরোপুরি ওঠার আগ পর্যন্ত। গবেষক অনেক আলেমের মতে, এ সময় প্রায় ১০ মিনিট। তবে সতর্কতামূলক কেউ কেউ ১৫ মিনিটের কথাও বলেন। আমরা আমাদের অ্যাপে ১৫ মিনিটই দেখিয়েছি।

(২) দ্বিপ্রহরের সময়। অর্থাৎ সূর্য যখন মধ্য আকাশে থাকে। এ সময় ৫ মিনিটের মতো।

(৩) সূর্যাস্তের সময়। অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পূর্বে যখন লাল হয়ে যায় তখন থেকে পুরোপুরি অস্তমিত হওয়ার আগ পর্যন্ত। এ সময় প্রায় ১৫ মিনিট। তবে কোনো ব্যক্তি ঐ দিনের আসরের নামাজ না পড়ে থাকলে সূর্যাস্ত হচ্ছে এমন সময়েও আসরের নামাজ পড়তে পারবেন। কিন্তু অন্য কোনো নামাজ এই সময়ে পড়া যাবে না।

ইসলামিক ফাউন্ডেশন সহ কোনো কোনো আলেম নিষিদ্ধ সময় হিসাবে ২৩ মিনিটের কথা উল্লেখ করে থাকেন। কিন্তু বর্তমান সময়ের বৈজ্ঞানিক গবেষণা ও আলেমদের পর্যবেক্ষণ দ্বারা জানা যায় যে, নিষিদ্ধ সময়ের ব্যপ্তি ১৫ মিনিটের বেশি নয়। ১৫ মিনিটকে নিষিদ্ধ সময় ধরে সালাত থেকে বিরত থাকাই যথেষ্ট।

Comments
  1. সূর্যোদয় শুরু হয়েছে বুঝবো কিভাবে?

    1. যারা সূর্যাস্তের সঠিক সময় নির্ণয়ে অভিজ্ঞ তাদের থেকে জেনে নিতে পারেন। তাদের পদ্ধতি অনুযায়ী সূর্যোদয় অবলোকন করে বুঝতে পারবেন সূর্যোদয় শুরু হয়েছে কিনা। অন্যথায় অ্যাপের উপর নির্ভর করতে পারেন। যেখান থেকে সূর্যোদয়ের আনুমানিক কাছাকাছি একটি সময় জানতে পারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাম্প্রতিক পোস্ট সমূহ
ক্যাটাগরি সমূহ
ট্যাগ সমূহ
error: অনুগ্রহ করে লেখাটি কপি করবেন না। লিংক শেয়ার করুন। ধন্যবাদ