Post Updated at 7 May, 2023 – 7:29 AM

যারা তামাত্তু হজ আদায় করবেন, তারা তো উপরে বর্ণিত নিয়মে প্রথমে ওমরা আদায় করে ইহরাম থেমে মুক্ত হয়ে যাবেন এবং পরে ধারাবাহিক পদ্ধতিতে হজ আদায় করবেন। আর যদি কেউ কিরান হজ (অর্থাৎ এক সফরে এক ইহরামে হজ ও ওমরা পালন করা) আদায় করতে চান, তিনি শুরুতেই একসঙ্গে ওমরা ও হজের ইহরাম বাঁধবেন। এরপর প্রথমে ওমরার আমলগুলো অর্থাৎ তাওয়াফ ও সাঈ শেষ করবেন। কিন্তু মাথা মুণ্ডাবেন না। তিনি ইহরাম অবস্থাতেই থেকে যাবেন। পরবর্তীতে হজের সময় হজ আদায় করার পর মাথা মুণ্ডিয়ে একসঙ্গেই হজ ও ওমরার ইহরাম থেকে মুক্ত হবেন।
কেউ যদি ইফরাদ হজ (অর্থাৎ এক সফরে এক ইহরামে শুধু একটি হজ) আদায় করতে চান, তবে তিনি শুরুতে শুধুই হজের ইহরাম বাঁধবেন। এরপর মক্কা মুকাররমায় গিয়ে উপরে বর্ণিত নিয়মে একটি তাওয়াফ করবেন। একে তাওয়াফে কুদুম বলে। এ তাওয়াফের পর সাঈ নেই এবং এতে রমল ও ইজতেবাও নেই। এরপর হজের নির্ধারিত সময়ে উপরোক্ত নিয়মে হজের আমলগুলো আদায় করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাম্প্রতিক পোস্ট সমূহ
ক্যাটাগরি সমূহ
ট্যাগ সমূহ
error: অনুগ্রহ করে লেখাটি কপি করবেন না। লিংক শেয়ার করুন। ধন্যবাদ