Post Updated at 30 Mar, 2024 – 7:42 PM
যদি ইমাম সাহেব প্রথম রাকাতের তাকবির বলা শেষ করার পর কেউ শরিক হয়
ইমাম সাহেব প্রথম রাকাতের অতিরিক্ত তিন তাকবির বলে কেরাত শুরু করার পর যদি কেউ জামাতে শরিক হয় তাহলে ইমামের কেরাত চলাকালীনই সে ব্যক্তি ছুটে যাওয়া তাকবিরগুলো আদায় করে নেবে।
ইমাম সাহেবকে প্রথম রাকাতের রুকুতে পেলে
ইমাম সাহেব রুকুতে চলে যাওয়ার পর যদি কেউ জামাতে শরিক হয় তাহলে যথারীতি তিন তাকবির বলে রুকুতে শরিক হতে পারার সম্ভাবনা থাকলে প্রথমে তাকবির বলে নিতে হবে। এরপর রুকুতে যাবে। আর যদি তাকবির বলতে গেলে রুকু ছুটে যাওয়ার আশংকা থাকে, তাহলে শুধু তাকবিরে তাহরিমা বলার পর রুকুতে যাবে এবং রুকুতে গিয়ে তাকবির তিনটি আদায় করবে। তবে তখন আর হাত উঠাতে হবে না। আর যদি রুকুতেও তাকবিরগুলো আদায় করা সম্ভব না হয় তাহলে এগুলো আর আদায়ই করতে হবে না।
প্রথম রাকাতে রুকুর পর কিংবা দ্বিতীয় রাকাতে যদি কেউ শরিক হয়
ইমাম সাহেবকে রুকুতে না পেলে সে রাকাতটি ছুটে গেছে বলেই ধরে নিতে হবে। যদি কারও প্রথম রাকাত ছুটে যায় তাহলে সে মাসবুক ব্যক্তির ন্যায় রাকাতটি আদায় করে নেবে। তবে সে একাকী যে রাকাতটি আদায় করবে তাতেও দ্বিতীয় রাকাতের মতোই কেরাতের পর তাকবির বলবে। কেরাতের আগে নয়।
ঈদের নামাজের নিয়ম বিস্তারিত জানতে ভিজিট করুন।