Press ESC to close

ইফতার করার জন্য মাগরিবের আজান শোনা জরুরি নয়

Post Updated at 21 Mar, 2024 – 9:01 AM

অনেককে দেখা যায় ইফতারের সময় হয়ে যাওয়ার পরেও অপেক্ষা করেন মসজিদের আজান শোনার জন্য। অনেকে আবার পাশের এলাকার মসজিদের আজান শুনলেও ইফতার করেন না। অপেক্ষা করেন বাসার সাথে থাকা মসজিদের মাগরিবের আজানের। এটা একটি অহেতুক কাজ।

যদি আমরা সূর্যাস্তের সময় নিশ্চিতভাবে জানতে পারি, আর সাথে থাকা ঘড়ির সময় সঠিক হয়, তাহলে আমাদের উচিত সময় হওয়ার সাথে সাথে ইফতার করা। আমরা আজান শোনার পর ইফতার শুরু করি। কিন্তু মুয়াজ্জিন সাহেব যে আজান দেন তিনি কখন ইফতার করেন? সাধারণত মুয়াজ্জিন সাহেব ঘড়িতে সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সামান্য একটু ইফতার করে আজান শুরু করেন। অর্থাৎ আজানের পূর্বেই মুয়াজ্জিন সাহেব ইফতার করে নেন। এখানে জোর দেয়া হচ্ছে সূর্যাস্তের সময় নিশ্চিত হওয়ার বিষয়টিকে। আমরা বলছি না আবহাওয়া অফিস থেকে আপনার জেলার জন্য সূর্যাস্তের যে সময় জানানো হয় সেই সময়েই ইফতার করতে। বরং ইসলামিক ফাউন্ডেশনের রিকমেন্ডেশন হচ্ছে আবহাওয়া অফিস থেকে জেলার সূর্যাস্তের সময়ের সাথে অনুর্ধ ৩ মিনিট সতর্কতার জন্য যোগ করে ইফতার করা। কারণ জেলার কেন্দ্রের থেকে দূরত্ব বাড়ার সাথে সূর্যাস্তের সময়েও কম-বেশি হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ব্লগের এই লেখাটি পড়তে পারেন

তাই আমাদের উচিত ইফতারকে সূর্যাস্তের সাথে সম্পৃক্ত করা। আজানের সাথে নয়। মাগরিবের আজান সূর্যাস্তের সাথে সাথে দেয়া হতে পারে। কোনো কারণে কয়েক মিনিট পরেও দেয়া হতে পারে। যেমনঃ রামাদান ছাড়া অন্যান্য সময়ে মাগরিবের আজান সূর্যাস্তের প্রায় ৫-৬ মিনিট পর দেয়া হয়। যারা নফল সিয়াম পালন করেন তারা এ বিষয়টা খেয়াল করে থাকবেন হয়ত। তখনো আপনারা অ্যাপে দেখানো সময় অনুযায়ী সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে নিতে পারেন। মসজিদের আজানের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। হাদীস শরীফে দ্রুত ইফতার করার তাগিদ দেয়া হয়েছে। তাই সূর্যাস্তের বিষয় নিশ্চিত হওয়ার পর ইফতারের জন্য আর অতিরিক্ত দেরি না করাই সমীচীন।

তবে রামাদানের সময়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে সময় ঘোষণা করা হয় সেই সময়েই মসজিদে আজান হয়ে থাকে। তাই আজান শুনেও ইফতার করা যাবে। আমাদের এ লেখার উদ্দেশ্য হচ্ছে ইউজারদের কনসেপ্টটা ক্লিয়ার করা। যেন কোনো কারণে মসজিদের আজান শোনা না গেলে বা মসজিদের আজান দেরিতে হলেও ইফতার করতে বিলম্ব না হয়।

Comments (1)

  • নুসরাত জাহান আঁখিsays:

    March 22, 2024 at 7:34 PM

    আফওয়ান,আমরা আরো বিস্তারিত জানার ছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ২,০৩১,৪৭৬

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন